রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১:৪৫ PM
জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পদযাত্রা শুরু করে সংগঠনটি। পরে দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

সব রাজনৈতিক দলের প্রতি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কথা বলার আহ্বান জানিয়ে পদযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে: তোমরা কারা, আমরা কারা!, এসব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এসব বলার সুযোগ দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না।

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো:

১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।

২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্তহত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত