মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঝিনাইগাতীতে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৬:০৭ PM
শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) নামে একজন নিহত ও মজনু মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। 

রবিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।  নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহী বাড়ি জামালপুর সদরে।

স্থানীয় সুত্রে জানা যায়, জামাল মিয়া দুপুর দেড়টা দিকে ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায়। এতে গুরুতর আহত হয় জামাল মিয়া ও মজনু মিয়া। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করে। অপর আরেকজন মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থল থেকে ট্রলি চালক পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত