মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৮ PM
কালিয়াকৈরে আল্লাহর দান নামের বেকারির কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই গ্রুপের মারামারিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

নিহতের নাম আবুল কালাম (২৬)। তিনি কালিয়াকৈরের উলুসারা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। চন্দ্রা সরকারি কলেজের ২০১৯ ব্যাচের ছাত্র এবং উপজেলার কালামপুর (খাজারডেক) এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উলুসাড়া (চৌকিদারের টেক) এলাকায় এরফান ও পিচ্চি আকাশ গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে আল্লাহর দান বেকারির কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে এরফান গ্রুপের কয়েকজন লোক আল্লাহর দান বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে আকাশ তার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলে দুই গ্রুপের বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে হাতহাতিসহ মারামারির ঘটনা ঘটে। সেখানে আহত হন আবুল কালাম। পরে বেকারির মালিক হারুন-অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত কালামকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, আল্লাহর দান বেকারি কারখানা দখল ও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত