সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮:৪২ PM
জামালপুরের ইসলামপুরে ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। 

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ভুয়া সমন্বয়কদের মামলা-বাণিজ্য, সাধারণ জনগণের সঙ্গে হয়রানিমূলক কর্মকাণ্ড এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল করার প্রতিবাদ জানানো হয়।

ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী শরিফ সরকার, সাইম খান, সাব্বির খান লোহানী প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কেরা চাঁদাবাজি করে যাচ্ছেন। সেই সঙ্গে সাধারণ জনগণকে নানাভাবে হয়রানি করছেন। এ ছাড়া কেউ কেউ মামলা-বাণিজ্য শুরু করেছেন। আমরা ওই সব বেমানান কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আমরা ওই মিছিলকারীদের ধিক্কার জানাই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত