সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ফেরি ডুবে নিহত কমপক্ষে ৩৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৩:১৬ PM
কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে একটি ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। গভীর রাতে কঙ্গোর বুসিরা নদীতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

যাত্রীরা সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন এবং বেশিরভাগ যাত্রী ব্যবসায়ী ছিলেন, যারা ইনজেন্দে শহরের কাছ থেকে ফেরিতে করে যাত্রা করছিলেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছে। গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। মাত্র চারদিনের মধ্যেই ফেরি ডুবির এই নতুন ঘটনা ঘটল। ফেরি দুর্ঘটনার স্থান ইনজেন্দে শহরের কাছাকাছি। 

শহরের মেয়র জোসেফ কঙ্গোলিঙ্গোলি জানান, যাত্রীরা বড়দিনের উৎসব উপলক্ষে নিজেদের বাড়ি ফিরছিলেন। কঙ্গোর কর্মকর্তারা অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জন্য বারবার সতর্ক করে থাকেন। তবে আইন সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলের লোকেরা এই নিয়ম অমান্য করে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত