রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮:২৪ PM
টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ জামায়াতের সাথীদের উপর সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে জেলা শহরের থানা মোড় এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার তৌহিদি জনতার ঢল নামে।

প্রথমে জোহরের নামাজ শেষে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শহরের থানামোড়ে মোড়ে জমায়েত হয়। পরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় যায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবী জানান। দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি খালিছুর রহমান, মুফতি শিহাব উদ্দিন, মাও. সিদ্দিক আহমদ, মাও. আব্দুল মতিন, মাও. ফারুক আহমাদ, মাও. আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি রফিকুল ইসলাম, মুফতি আনিসুর রহমান, মাও. আকরাম হোসাইন, মাও. মিরাজ উদ্দিন, মাও. ইব্রাহিম আল হাবিব, মাও. আব্দুল হালিম, মাও. খাতারুজ্জামান, মাও. আবু তালেব সাইফুদ্দিন প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত