রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
পিবিআই চট্টগ্রাম কর্তৃক ১২ ঘন্টার মধ্যে চুরির মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৪১ PM
স্ব-উদ্যোগে মামলা গ্রহণের ১২ ঘন্টার মধ্যে চট্টগ্রামে চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পিবিআই, চট্টগ্রাম জেলা। 

গ্রেফতারকৃতরা হলেন আসামী ১। জাকির হোসেন, ২। নুর মুহাম্মদ তাসফিন, ৩। মোহাম্মদ নাঈম উদ্দীন নয়ন ও ৪। শেখ মোঃ আবু মুছা পাবেল।

ঢাকাস্থ Luminous Multi Limited এর এজিএম মোঃ ফোরকানের প্রতিষ্ঠান চায়না হতে থ্রি হুইলারের পার্টস আমদানী করে থাকে। আমদানীকৃত ১০ কোটি টাকা মূল্যের থ্রি হুইলার এর পার্টস চট্টগ্রাম বন্দর হতে সিলগালা অবস্থায় গত ০৮/১১/২০২৪ খ্রি. ২১:৩০ ঘটিকায় ২৫ টি কাভার্ড ভ্যানযোগে এবং গত ০৩/১২/২০২৪ খ্রি. ২২:০০ ঘটিকায় ১১ টি কাভার্ড ভ্যানযোগে গাজীপুরের পোড়াবাড়ি এলাকাস্থ ফ্যাক্টরীর উদ্দেশ্যে রওয়ানা করে। ফ্যাক্টরীতে ৩৬ টি কাভার্ড ভ্যানের মালামাল আনলোড করা হলে এলসির তালিকা অনুযায়ী আমদানীকৃত ১০ কোটি টাকা মূল্যে থ্রি হুইলার এর পার্টসসমূহের মধ্যে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের মালামাল ঘাটতি পরিলক্ষিত হয়। 

ফ্যাক্টরীতে নিয়ে যাওয়ার পথে সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় গাড়ি থামিয়ে ড্রাইভার, হেলপারের সহযোগিতায় অজ্ঞাতনামা প্রতারক চক্র বিশেষ কৌশলে গাড়ির সীলগালা অক্ষত রেখে মালামালসমূহ আত্মসাৎ করেছে মর্মে ভোক্তভোগী এজিএম জনাব মোঃ ফোরকান জানতে পারেন। এই ঘটনায় তিনি এজাহারনামীয় ০৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে সীতাকুন্ড থানার মামলা নং-১৪, তাং-১৬/১২/২০২৪ ইং, ধারা-৪০৭/৪২০/৪১১/৩৪ পেনাল কোড দায়ের করেন। সীতাকুন্ড থানার এসআই (নিঃ), গৌর চন্দ্র সাহা মামলাটি তদন্ত করেন। 

মামলাটি পিবিআই এর সিডিউলভুক্ত হওয়ায়, পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশে পিবিআই চট্টগ্রাম জেলা গত ১৬/১২/২০২৪ খ্রি. তারিখে মামলাটি অধিগ্রহণপূর্বক তদন্ত কার্যক্রম শুরু করেন। পিবিআই চট্টগ্রাম জেলার এসআই (নিঃ) মোঃ শাহাদাত হোসেন মামলাটির তদন্তভার গ্রহণ করেন।   

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহাদাত হোসেন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তভার গ্রহণের মাত্র ১২ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামী জাকির হোসেন (৫২), পিতা-আব্দুল লতিফ পাটোয়ারী, সাং-জুতি টায়ার হাউজ, ডি.টি রোড, কদমতলী, থানা-ডবলমুরিং, জেলা-সিএমপি, চট্টগ্রাম এবং এজাহারনামীয় ৩ নং আসামী নুর মুহাম্মদ তাসফিন (৩১), পিতা-মৃত আব্দুল ওয়াদুদ, সাং-১১/২ দেওয়ান বাজার, সিএন্ডবি কলোনী, দিদার মার্কেট এর পিছনে, থানা-কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত আসামী জাকির হোসেনের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত হতে বাদীর প্রতিষ্ঠানের আমদানীকৃত কালো রংয়ের ৩-২৫-১৬ সাইজের ৮৯ টি টায়ার, কালো রংয়ের ২-৭৫-১৪ সাইজের ৯৫ টি টায়ারসহ সর্বমোট ১৮৪ টি ছোট ও বড় সাইজের টায়ার উদ্ধারপূর্বক জব্দ করেন। আসামী জাকির হোসেন ও নূর মুহাম্মদ তাসফিনদ্বয়ের দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামী মোহাম্মদ নাঈম উদ্দীন নয়ন (২৫), পিতা-মোহাম্মদ নিজাম উদ্দীন, সাং-খাজা রোড, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম ও সন্দিগ্ধ অপর আসামী শেখ আবু মুছা পাবেল (৩৪), পিতা-মৃত মোঃ হানিফ, সাং-দেওয়ান বাজার, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তদন্তে জানা যায় যে,  গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা অপারপর সহযোগী আসামীদের প্রতিনিধি হিসাবে বিশেষ কায়দায় সিলগালা অক্ষত রেখে মালামাল পরিবহনকারী কভার্ড হতে মালামালসমূহ চুরি করে চোরাইকৃত মালামালসমূহ গোপন স্থানে লুকিয়ে রেখে পরবর্তীতে নিজেদের মালামাল দাবী করে জাল জালিয়াতির মাধ্যমে ক্যাশমেমো প্রস্তুত পূর্বক তা খোলা বাজারে বিক্রয় করে। 

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অত্র মামলার ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত