কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা।
নিহতের নাম ওবায়েদ উল্লাহ (৪৩)। তিনি উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
নিহতের ছেলে আরিফ জানান, সোমবার রাতে তার বাবা কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং আগের কোনও শত্রুতা আছে কি না- সেই বিষয়ে কিছুই জানাতে পারেননি। তবে মামলার প্রক্রিয়া চলছে।
চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল বলেন, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনও পাইনি। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়।