বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ও যাত্রার তারিখ চূড়ান্ত হয়েছে।
আগামী ৭ জানুয়ারি তিনি লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
জানা গেছে, ডাক্তার, নার্স ও সহকারীসহ ১৫ জন বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাবেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এছাড়া ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।