মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:০৭ PM
দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। 

গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, যুবকটি সংসদ ভবনের সামনে একটি পার্কে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই তিনি সংসদ ভবনের দিকে ছুটে যান। এই ঘটনায় চারদিকে হৈচৈ পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল এবং দুই পৃষ্ঠার আধপোড়া সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে যুবকটি কেন এমন ভয়াবহ পদক্ষেপ নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিল্লি পুলিশের এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, দগ্ধ যুবকের নাম জিতেন্দ্র (২৫-২৬)। তিনি উত্তর প্রদেশের বাগপতের বাসিন্দা। 

প্রাথমিক তদন্তে জানা যায়, তার বিরুদ্ধে বাগপতে কয়েকটি মামলা নথিভুক্ত রয়েছে, যা তাকে মানসিক চাপে ফেলেছিল। এই চাপ থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, রেলভবন চত্বরে যুবকটি যখন আত্মহত্যার চেষ্টা করেন। তখন পুলিশ কনস্টেবলসহ কয়েকজন সাধারণ মানুষ দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত