মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ নিয়ে ধুম্রজাল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৪২ PM
কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় রুবিনা খাতুন (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ওই এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

রুবিনা খাতুন কুষ্টিয়া আদালতের জিআরও অফিসের পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর থানার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে এবং একই থানার রতনপুর গ্রামের বাসিন্দা আলাল শেখ (৩০) তার স্বামী বলে জানা গেছে। 

পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পুলিশ সদস্য রুবিনা।

সহকর্মীরা রুবিনাকে মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে ব্যাপারটি জানালে তার স্বামী জানালে আলাল জানায়, শারীরিকভাবে অসুস্থ থাকায় সকাল থেকে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছে। 

এ বিষয়ে পুলিশ সদস্য রুবিনার স্বামী আলাল শেখ জানান, বাসার কাজ সব আমিই করি। মাঝে মধ্যে দুজনের মধ্যে মান অভিমান হতো। কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি জানেন আলাল শেখ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক পা মাটিতে, অন্য পা বিছানায়, গলার ওড়নার গিট ছিলো সামনে। মাথাটা ছিলো পিছনে। এটা হত্যা না কি, আত্মহত্যা এখনো জানা যায়নি। এসময় রুবিনার বাবা আব্দুল শেখ ও তার পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাছে এর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান। 

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর নিশ্চিত হয়ে বলা যাবে। তারপরও সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত