সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
সোমবার ২০ জানুয়ারি ২০২৫
লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:২৮ PM
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান (৩০) কে নাশকতার মামলায় রাজধানীর শ্যামলী হাসপাতাল এলাকা থেকে র‌্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। 

মঙ্গলবার (২৫ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শ্যামলী হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এফ আর রোমান রায়হান লোহাগড়ার উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রি চর গ্রামের ফরমান আলী শেখের ছেলে। পরে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১০ তাকে র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে রাতেই রোমান রায়াহান কে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৬।

মামলা সুত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ ও ৩০০-৩৫০কে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সেচ্ছাসেবক লীগের সাধারণ সস্পাদক এফ আর রোমান রায়হান এ মামলায় ৪৯ নম্বর আসামি।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সি অ্যান্ড বি চৌরাস্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান বাবু সহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, র‌্যাব-৬ এফ আর রোমান রায়হানকে লোহাগড়া থানায় হন্তান্তর করেছে। তিনি নাশকতার মামলার এজাহার ভুক্ত আসামি। তাকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত