ছাত্রলীগের জন্য যারা মায়া কান্না করছে তাদেরও এদেশে বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসহাক খন্দকার বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় যারা মায়া কান্না করছে তাদেরও এদেশে বিচারের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, এদেশের দামাল ছেলেরা এক চাঁদাবাজকে ছেড়ে আরেক চাঁদাবাজকে আসতে দেবেনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।
উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন
শাহাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।