রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
আবাসন মেলার পর্দা নামছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:০৮ AM
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) আয়েজিত আবাসন মেলার পর্দা নামছে আজ শুক্রবার। শেষ দিনে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

গত ২৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে পাঁচদিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলায় গত চারদিন ব্যাপক ক্রেতা দর্শনার্থীর সমাগম হয়। শুক্রবার মেলার শেষ দিন। এ মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে আবাসন খাতের প্রতিষ্ঠানগুলো।

এবারের মেলায় অংশ নিয়েছে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাসের প্রতিষ্ঠান আক্তার প্রপাটির্জ। তিনি বলেন, মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি। মেট্রোরেল থাকায় উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা অনেক বেশি। আবার দামের কারণে মিরপুরের দিকে ফ্ল্যাট খুঁজছেন কেউ কেউ। ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা তার।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জি. আব্দুল লতিফ এর প্রতিষ্ঠান বেসিক বিল্ডার্স ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছে। রিহ্যাব নেতা আব্দুল লতিফ জানান, স্বল্প, মধ্য এবং উচ্চ সব ধরনের ফ্ল্যাট রয়েছে তাদের বিভিন্ন প্রকল্পে।

মেলায় অংশ নিয়েছে রিয়েল এস্টেট খাতের প্রতিষ্ঠান হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাব পরিচালক ইমদাদুল হক জানান, বিগত সময়ের তুলনায় ভালো সাড়া পেয়েছি। আশা করছি শেষ দিনে আরও ভাল সাড়া পাবো। কারণ, শুক্রবার ছুটির দিন। বিশেষ করে আমাদের হক রেডিমিক্স এই মেলায় ব্যাপক সাড়া পেয়েছে। সব কিছু মিলে আমি বলবো এই মেলা সফল এবং আমাদের সংকট কাটাতে সহায়তা করবে।

এম এইচ এম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন মিন্টু বলেন, শুক্রবার মেলার শেষ দিনে অনেক ক্রেতা দর্শনার্থী আসবেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি খুঁজে নিতে পারবেন। আমরাও মেলা উপলক্ষে আমাদের প্রকল্পের বিভিন্ন ফ্ল্যাট বিশাল মূল্যছাড়ে তাদের কাছে বিক্রি করতে পারবো বলে আশা করছি।

মেলায় শুধু রিয়েল এসেট প্রতিষ্ঠানই অংশ নেয়নি, ফ্ল্যাট বেচাকেনার জন্য অংশ নিয়েছে রিয়েলটস নামে একটি প্রতিষ্ঠানও। নতুন-পুরোনো সব ধরনের ফ্ল্যাট, ল্যান্ড এবং বাণিজ্যিক স্পেস বিক্রি করছে তারা।

১২০টি স্টলে অংশ নিয়েছে এ্যামবিট বিল্ডার্স লিমিটেড। কোম্পানির ডিএমডি ও রিহ্যাব পরিচালক ড. মো. হারুন অর রশিদ বলেন, এবারের মেলায় তারা ভালো লিড পেয়েছেন।

মেলা কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মিরাজ মোক্তাদির বলেন, মেলায় বেশকিছু প্রকল্প নিয়ে অংশগ্রহণ হয়েছে। হেরিটেজ লিমিটেডের মাধ্যমে চেষ্টা করছি নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত