সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মাদারীপু‌রে আধিপত্যের সংঘাতে ছেলেসহ নিহত ইউপি সদস্য
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১:০৪ PM
মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে আধিপত‌্য বিস্তার নি‌য়ে সংঘ‌র্ষে এক ইউপি সদস‌্য ও তার ছেলে নিহত হয়েছেন। এতে অন্তত আরও পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত থেকে বৃহস্প‌তিবার ভোর পর্যন্ত উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়‌নে এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন মাদ‌ারীপু‌রের পু‌লিশ সুপার মো. সাইফুজ্জামান।

নিহতরা হলেন, উপ‌জেলার বাশগা‌ড়ি ইউনিয়নের সঙ্গে ৮নম্বর ওয়ার্ডের সদস‌্য আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার।

স্থানীয়দের বরাতে পু‌লিশ সুপার বলেন, বাশগা‌ড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমান সুম‌নের সঙ্গে দীর্ঘদিন ধ‌রে এলাকায় আধিপত‌্য বিস্তার নি‌য়ে আখতার শিকদা‌রের বি‌রোধ চলছিল। এ নি‌য়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এসব ঘটনার মামলায় আখতার শিকদার ও তার প‌রিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে আখতার শিকদার ও তার ছে‌লে মারুফ শিকদার এলাকায় ফেরেন।

এ সময় ইউপি চেয়ারম‌্যান মোস্তা‌ফিজুর রহমা‌নের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দি‌য়ে মানুষজন জ‌ড়ো করেন। পরে দুই পক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘ‌র্ষে জড়ায়। এ সময় অনেক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সংঘ‌র্ষে ধারা‌লো অস্ত্রের আঘা‌তে আখতার শিকদার ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদারসহ বেশ কয়েকজনকে উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে।

পরে সেখানে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকার প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে পু‌লিশ, র‌্যাব ও সেনা বা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে বলেও জানান পুলিশ সুপার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত