রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
নির্বাচন যত দেরি হবে সমস্যার পরিমাণ আরো বাড়বে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ২:৪৫ PM আপডেট: ২৭.১২.২০২৪ ৩:০৭ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে, সমস্যার পরিমাণ আরও বাড়বে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করেছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এবং প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি আরো বলেন, ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা প্রস্তাবনা বিএনপি আগেই বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে উপস্থাপন করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার মূল পথ নির্বাচন। বিএনপি প্রয়োজনীয় সংস্কারের পরই সুষ্ঠু নির্বাচন চায়।

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, যদি সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতো, তাহলে এই প্রক্রিয়া আরো কার্যকর হতো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত