আড়াইহাজারে ডাকাতির অভিযোগে পিটুনিতে বিল্লাল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ডাকাত দলের সদস্য সন্দেহে এক নারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বিল্লালসহ ১০-১২ জনের একটি ডাকাত দল কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। পালানোর সময় বিল্লালকে কাহেন্দী ব্রিজের ওয়াসার লাইনের কাছে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, বিল্লালকে পিটুনি দেওয়ার পর অন্য সদস্যদের খোঁজ করেন এলাকাবাসী। এ সময় পাশের একটি পুকুরে এক নারী ঝাঁপ দেন। ডাকাত সন্দেহে তাকেও পিটুনি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ওই নারীকে পুলিশ হেফাজতে নিয়েছে।
আহত নারী চিকিৎসাধীন অবস্থায় দাবি করেন, তিনি ডাকাত নন, পতিতাবৃত্তির সঙ্গে জড়িত। আশেপাশে মানুষ দেখে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এলাকাবাসীর পিটুনিতে বিল্লাল নামে একজন নিহত হয়েছে। তার বিরুদ্ধে খুন-ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। এই ঘটনায় এলাকাবাসী এক নারীকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছে।