নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রাামে নদী ভাঙ্গন থেকে বাঁচতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ওই গ্রামের ভাঙ্গন কবলিত স্থানে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ওই গ্রামের প্রধান শিক্ষক মুন্সী আমিনুর রহমান, অপর শিক্ষক শামীম মুন্সী, সাবেক ইউপি সদস্য ইব্রাহীম মোল্যা, নান্নু শিকদার, আকবার ও ইমদাদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ গ্রামটি প্রায় বিলুপ্তির পথে। নড়াইলের শেষ সীমান্তে গ্রামটির অবস্থান হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলার শিকার এ গ্রামটি। বিগত দিনে চাপুলিয়া দাখিল মাদ্রাসার ভাঙ্গন স্থলে বালির বস্তা ফেলায় কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে। এছাড়া প্রাইমারী স্কুলসহ অসংখ্য মসজিদ ও কওমী মাদ্রাসা রয়েছে হুমকির মুখে।
তারা বলেন, বিগত দিনে চাপুলিয়া থেকে উত্তর খাশিয়াল খেয়াঘাট পর্যন্ত ৪-৫ শত বাড়ি-ঘর ভেঙেছে। তারা বিভিন্ন স্থানে চলে গিয়েছে। নদী তীরবর্তী ১০ গ্রামের মানুষের চলাচলের রাস্তাটি নদী ভাঙনে হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। কোন সরকারী অনুদান ছাড়াই স্থানীয়দের সহযোগীতায় কাঁচা রাস্তাটি সাময়িক মেরামত করা হয়েছে। নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে চলাচলের এ রাস্তাটিও চলে যাবে নদী গর্ভে। তাতে নদী পাড়ে বসবাসকারী কয়েক শত পরিবার হারতে পারে তাদের বসত ভিটা। তাই নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া উচিত।