শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
লামায় আগুনে পোড়া ঘরবাড়ি পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:০৩ PM
বান্দরবানের লামায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ত্রিপুরা সম্প্রদায়ের পোড়া ঘরবাড়ি পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে টঙ্গাঝিড়ির বেতছড়া এলাকায় তিনি পরিদর্শনে যান। এ সময় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, পার্বত্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কন কন চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনদের খোঁজখবর নেন এবং ভূমি সমস্যার সমাধান ও কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে একটি রিপোর্ট জমা দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া পার্বত্য উপদেষ্টা ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণসহ সার্বিক সহায়তা দেয়ার জন্য নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গা ঝিড়ি বেতছড়া পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি বসত বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত