মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ PM
মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।   

আজ সকালে ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪' এর ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০-২৭ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার ও ভিডিপি'কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবি’র নায়েক মোঃ তারিকুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ শুরু হয়। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, টিম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল এবং জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলসহ মোট ০৬টি দল অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতায় গত ২৬ ডিসেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-০৬ গোলের ব্যবধানে টীম হ্যান্ডবল ঢাকা'কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। একই দিন সন্ধ্যায় বিজিবি ৩৩-১৮ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে। এরই ধারাবাহিকতায় আজ সকালে বডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার এর মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত