মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে আয়োজিত গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দর্শকদের মাঝে দারুণ উদ্দীপনা ও উৎসাহ জাগিয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
জামালপুর, চাপাইনবাবগঞ্জ, নড়াইল, মধুপুর, ধনবাড়ী এবং ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আসা ৪০ জন প্রতিযোগীর অংশগ্রহণে বাঁশতৈল মো. মাইনুল ইসলামের খামারবাড়িতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম. আজিজুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হালিম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হক (ছেন্টু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক (মঞ্জু), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম. রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন (ধলা), সাবেক ছাত্রনেতা মো. শামীম মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসেন শামীম। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কমিশনার মো. শহিদুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম এবং ঘোড়সওয়ারী মো. জয়নাল আবেদীন প্রমুখ।
প্রতিযোগিতাটি চারটি রাউন্ডে (কদম ও ধপট) অনুষ্ঠিত হয়। প্রতিটি রাউন্ডে দর্শকদের মধ্যে উত্তেজনা ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও অতিথিবৃন্দ।