"আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই" এই শ্লোগানে নড়াইলে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে পৌর জামায়াতের আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনালে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর জাকির হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাকসুদুর রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস প্রমূখ।
বক্তারা ব্যানারে উল্লেখ করেন ,"তারা মুখের ফুঁৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তাঁর আলো-কে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে"। আল-কুরআন।
এসময় জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।