চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জে ৫ আগস্টের পর ঘুষ-দুর্নীতি আরও বেড়েছে। জেলার কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।’
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক পরিচালক। পাশাপাশি তিনি ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘৫ আগস্ট অনেক রক্ত, ত্যাগ-তিতিক্ষার পর এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি। আগামী নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা নিয়ে আমরা হতাশাগ্রস্ত। আমাদের জেলায় ৫ তারিখের পর যে ঘুষ-দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, তা বন্ধ হয়নি। কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে আমরা লক্ষ্য করেছি, আগের তুলনায় ঘুস দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে।’
আব্দুল ওয়াহেদ বলেন, ‘এত রক্ত ক্ষয়, এত ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জনকে যারা এই ঘুষ-দুর্নীতি দিয়ে নষ্ট করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নেমে আসার অনুরোধ করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়ালসহ অন্যরা।