বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ফরিদপুরে যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১৩ PM আপডেট: ২৯.১২.২০২৪ ৫:৩৩ PM
ফরিদপুর সদরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মিল্লাত চৌধুরী (৩১)। তিনি গেরদা গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা জানান, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মোবাইল ফোনের সঙ্গে যুক্ত ছিল। মোবাইল ফোনে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে এলাকার ৫০/৬০ জন লোক তাকে পিটুনি দেন।

গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া দাবি করেন, মিল্লাত চৌধুরী মাদকসেবী ও এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, গেরদায় এক চোরকে ধরে পাবলিক পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত