বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
৪ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন বাংলাদেশে থাকা উর্দুভাষীরা
রংপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১৩ PM
বাংলাদেশে থাকা উর্দুভাষীদের সরকারিভাবে পুনর্বাসনসহ চার দফা দাবিতে রবিবার (২৯ ডিসেম্বর) রংপুর প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে ‘স্টান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি’ (এসপিজিআরসি) নামে একটি সংগঠন। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ ও শিশু উর্দুভাষীরা এতে অংশ নেন।

অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন এসপিজিআরসি রংপুর শাখার সভাপতি শরফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ অন্য নেতৃবৃন্দ।

তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও উর্দুভাষী বিহারিদের সমস্যা সমাধানের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তবর্তীকালীন সরকার তাদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন- এমন আশা করলেও কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

সেখান থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো মর্যাদার সঙ্গে উর্দুভাষীদের সরকারিভাবে পুনর্বাসন, সব উর্দুভাষীদের ক্যাম্পে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ না করা, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রেলের জায়গাসহ অন্য জায়গা থেকে উচ্ছেদ বন্ধ করা ও বৈষম্যহীন সব মৌলিক অধিকার সমানভাবে প্রদান করা।

বক্তারা চার দফা দাবি জরুরি ভিত্তিতে মেনে নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর  কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত