বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৯ PM
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন  (বিএসইসি) চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান আজ রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ উদ্বোধন করেছেন। 

এই প্রশিক্ষণে ফায়ার ফাইটিং, আন্তর্জাতিক রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক অত্যাধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

এছাড়াও, বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ বিপিএএ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিরেক্টর, কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীরা এবং বিএসইসির সচিব মহোদয় সহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো, রাসায়নিক গুদাম ও সংশ্লিষ্ট শিল্পে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সঠিক জ্ঞান প্রদান করা। বিএসইসি এর মাধ্যমে আগামীতে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হবে।
এছাড়া, এই প্রশিক্ষণের মাধ্যমে কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় আরও দক্ষতা অর্জন করার সুযোগ প্রদান করা হবে।

বিএসইসি'র সদ্য নির্মিত ৫৩টি রাসায়নিক গুদাম  ব্যবসায়ীদের পণ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পণ্য মজুদের আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিএসইসি এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাবে, যাতে দেশে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটে এবং সমস্ত শিল্পখাতে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা যায়।

এছাড়াও, এ ধরনের প্রশিক্ষণ সারা দেশের বিভিন্ন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত