আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়টাতে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জাতীয় দলে ফেরা না ফেরা প্রসঙ্গেই।
আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের এগারোতম আসর। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে তামিমের দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ (রোববার) সংবাদ সম্মোলনে এসেছিলেন তামিম ইকবাল। জানিয়েছেন বিপিএল নিয়ে নিজের কথা। পরবর্তীতে জাতীয় দল নিয়েও অবধারিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টাইগারদের সাবেক এই অধিনায়ককে।
ফরচুন বরিশালের অধিনায়কের কাছে এদিনও এসেছিল জাতীয় দলে খেলা প্রসঙ্গে প্রশ্ন। স্বাভাবিকভাবেই এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থাকার বিষয়ে। তামিম অবশ্য জানালেন বোর্ডের সাথে এখনো কোনো প্রকার আলোচনা না হওয়ার কথা। আপাতত বিপিএল নিয়েই চিন্তার কথা জানালেন তিনি।
এ নিয়ে তামিম বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং আমি নিজেও কারো সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি। আমি শুধু বিপিএল নিয়ে চিন্তা করছি। এখন জাতীয় দল নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’
এদিকে, বিপিএল নিয়েও কিছুটা আক্ষেপের কথাই শোনালেন দেশ সেরা এই ওপেনার। জানালেন, এখনো পর্যন্ত কনসার্ট ছাড়া চোখে পড়ার মতো কিছু দেখেননি তিনি।
তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’