প্রায়ই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিমান দুর্ঘটনার খবর প্রকাশিত হয়। তবে আজকের দিনটি বিমান আরোহীদের জন্য খুবই আতঙ্কের হয়ে থাকবে। কেননা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আজ বিশ্বে তিনটি বিমান দুর্ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) কানাডা ও নরওয়ের দুর্ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও দক্ষিণ কোরিয়ার খবর নজর কেড়েছে বিশ্ববাসীর। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়েছে, দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, জিজু এয়ার প্লেনের ওই ফ্লাইটে ১৭৫ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, পাখির আঘাতের কারণে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে এবং ফুটেজে দেখা যাচ্ছে, অবতরণের সময় মাটিতে চাকা না থাকায় বিমানটি রানওয়েতে পিছলে যাচ্ছিল।
এদিকে নরওয়ের রাজধানী অসলোতেও একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আমস্টারডামগামী ওই বিমানটি ১৮০ জনেরও বেশি আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে।
বিমান বিধ্বস্তের আগে পাখির আঘাত বিষয়ে সতর্ক করেছিল নিয়ন্ত্রণ টাওয়ারবিমান বিধ্বস্তের আগে পাখির আঘাত বিষয়ে সতর্ক করেছিল নিয়ন্ত্রণ টাওয়ার
আনাদুলো এজেন্সির খবরে বলা হয়, অসলো থেকে আমস্টারডামগামী একটি যাত্রীবাহী বিমান হাইড্রোলিক ত্রুটির কারণে টর্প বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
বিমানের রেডিও ট্রান্সমিশনে বলা হয়, পাইলটরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানের বাম দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে পাইলটরা অবতরণের জন্য কন্ট্রোল রুমকে দমকল বাহিনীকে প্রস্তুত থাকার অনুরোধ জানান। সৌভাগ্যক্রমে, বিমানে থাকা ১৮২ জন আরোহীর (১৭৬ জন যাত্রী এবং ৬ ক্রু সদস্য) কেউই আহত হননি।
এছাড়া কানাডাতেও একটি বিমান রানওয়ে থেকে ছিটকে আগুন ধরে যায়। এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হালিফাস্কে উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই ঘটে বিপত্তি। হ্যালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে বিমানের একটি অংশে আগুন ধরে যায়। তবে কোনোরকমে বেঁচে যান যাত্রীরা।
হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, হ্যালিফ্যাক্স রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান। সেই বিমানের এক অংশে আগুন জ্বলছে।