প্রতিবছরই সময়মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন না-হওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সবাই আশা করেন পরবর্তী বছর সব মন্ত্রণালয়ে এডিপি বাস্তবায়নে কাঙ্ক্ষিত গতি আসবে।
কিন্তু পরের বছরও এডিপি বাস্তবায়নে কাঙ্ক্ষিত গতি লক্ষ করা যায় না। অবশ্য এ বছরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন মাত্রায় অচলাবস্থা-স্থবিরতা সৃষ্টি হয়েছিল। গতকাল যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরের সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ; যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিু। গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৬১ হাজার ৪৯ কোটি টাকা।
কাজেই কোভিডের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে আঘাত এসেছে, তা কাটিয়ে ওঠার পদক্ষেপ নিতে হবে। প্রকল্প কর্মকর্তাদের অদক্ষতা, গাফিলতি ও দুর্নীতি-অনিয়মের কারণে দেশে এডিপি বাস্তবায়ন সঠিকভাবে না-হওয়ার বিষয়টি বহুল আলোচিত। এসব কারণে প্রতিবছরই এডিপিতে কাটছাঁট করতে হচ্ছে। জানা গেছে, এখন সংশোধিত এডিপি তৈরির কাজ করছে পরিকল্পনা কমিশন।
এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে:
ধর্ম মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগ।
এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা সংস্থাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
অস্বীকার করার উপায় নেই, দুর্নীতি আমাদের অন্যতম এক সমস্যা। এ কারণে সরকারের জনমুখী অনেক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হয় না। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, আর্থিক দুর্নীতি-এসব অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে। কর্তৃপক্ষ সময়মতো যথাযথ উদ্যোগ নিলে এসব সমস্যা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব।
সবকিছুতেই এখন স্বাভাবিক গতি ফিরে এসেছে। দেশে ভ্যাকসিন প্রয়োগ চলছে। আশা করা যায় খুব দ্রুত কোভিড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।
বাবু/সি