সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সচিবালয় থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ PM আপডেট: ৩০.১২.২০২৪ ১:৪৯ PM
বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের ভিতরে নিয়মিত ডিউটি করবেন না। তবে কয়েক দফায় টহল কার্যক্রম চলবে।

আজ সোমবার সচিবালয়ের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা রেগুলার ডিউটি করবেন না। গতকাল সন্ধ্যায় তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

সূত্র আরও জানিয়েছে, বেলা ১০টা থেকে ১১টা অবধি একটা টিম টহল দিবে। পরবর্তী শিডিউল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত