শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
বিপিএলের প্রথম দিনেই ঘটে গেল যে ন্যাক্কারজনক ঘটনা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:১৬ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের প্রথম ম্যাচ শুরুর আগেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে ভক্তদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। 

আজ (সোমবার) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। 

এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা। টিকিট বিতরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভক্ত-সমর্থকদের বিক্ষোভ পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে।
ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে টিকিটপ্রত্যাশীদের জটলা দেখা যায়। ফটক আটকে রেখে বিক্ষোভ করার সময় কিছু উত্তেজিত ব্যক্তিকে গেট ভাঙচুর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলতে দেখা গেছে। এমনকি ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ এই বিশৃঙ্খলা ম্যাচ শুরুর আগে কারোরই কাম্য নয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত