একটু উষ্ণতার খোঁজে প্রতিবছরই ঝাঁকে ঝাঁকে আসে অতিথি পাখি। শীতের কুয়াশার চাদর গায়ে জড়িয়ে হাজার হাজার অতিথি পাখির কলতানে আর ডানা ঝাপটানোর শব্দে এখন মুখর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিল। বিচিত্র রঙ আর হরেক প্রজাতির অতিথি পাখির আগমনে বাইক্কা বিলের সৌন্দর্য বেড়েছে অপরুপ রুপে।
সুদূর সাইবেরিয়া, হিমালয় অঞ্চলসহ বিভিন্ন দেশ থেকে শীতের শুরুতে প্রতিবছর ঝাঁকে ঝাঁকে আসে নানা প্রজাতির পাখি। ওইসব অঞ্চলে যখন শীত তীব্র হয়ে ওঠে ঠিক সে সময় এসব পাখি একটু উষ্ণতা ও খাদ্যের অন্বেষণে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়ে দল বেঁধে এবং এসব পাখি তখন অস্তিত্বের প্রয়োজনে এ দেশের আতিথ্য নিতে ছুটে আসে বিভিন্ন হাওর, বিল ও জলাশয়ে। এবার বাইক্কা বিলে আসা অতিথি পাখির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-রাজসরালী, পিনটেল, লেঞ্জাহাঁস, সাদা বক, দলপিপি, পানমুরগি, কাস্তেচড়া, বেগুনি কালেম, বালিহাঁস, ভুতিহাঁস, পাতি সরালী, পানকৌড়ি, ঈগলসহ অনেক প্রজাতির পাখি।
শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কা বিলে জলজ উদ্ভিদ সংরক্ষণের উদ্যোগ নেয়ায় এখানে অতিথি পাখির আগমন বেড়েই চলেছে। বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার পর এবং হাইল হাওরে জীববৈচিত্র্য রক্ষার কাজ শুরু করার পর এখানকার দৃশ্যপট পাল্টে গেছে। নিরুপদ্রব বাইক্কা বিল এখন অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফলে আগের চেয়ে আরও বিচিত্র পাখির ঝাঁক ছুটে আসছে।
বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, নভেম্বরের শুরু থেকেই বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে। যা জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। শীত শেষে মার্চে যখন গ্রীষ্মের শুরু তখন এসব পাখি আবার ফিরে যাবে আপন নীড়ে।
মো. মিন্নত আলী জানান, অতিথি পাখি আমাদের পরিবেশের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাখির বিষ্ঠা জলাভূমির উর্বরতা বৃদ্ধিসহ মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া পাখিরা কীটপতঙ্গ খেয়ে ফসলের ক্ষতি রোধে সহায়তা করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে শীতের এই অতিথিদের দেখতে বাইক্কা বিলে প্রতিদিন আসছে দেশি-বিদেশি পর্যটক। পাখিদের জলকেলি আর নয়নাভিরাম দৃশ্য দেখতে এখানে নির্মিত হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ারে বসে বাইনোকুলার ও টেলিস্কোপ দিয়ে হাওরের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায়। নৌকায় চড়ে বাইক্কা বিলের অপরূপ সৌন্দর্য দেখা আর পাখিদের কাছাকাছি যাওয়ার সুযোগও রয়েছে।