মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নাটোরে তারুণ্যের উৎসব শুরু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:১৪ PM
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলায় ৫১ দিন ব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয়েছে। আজ সোমবার সকাল দশটায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। 

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজে আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণ সমাজ। এজন্যে তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এ লক্ষ্যে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রওশন আলী’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শেখ ওবায়দুল্লাহ মীম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। 

এর আগে সরকারি গণগ্রন্থাগার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। কালেক্টরেট ভবন চত্বরে উৎসব উপলক্ষে স্থাপিত সময় গণনা ঘড়ির আঙিনায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। 

জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এ উৎসব আগামী ১৯ ফেত্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিতব্য উৎসবে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, এওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা।

উৎসব উপলক্ষে নাটোর পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্নতা সমাবেশ এবং শোভাযাত্রার আয়োজন করা হয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে। এ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং নাটোর পৌরসভার প্রশাসক মোঃ শামীম হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত