খুলনার সুমন সাউন্ড, লাইট ও ডেকোরেটরের সরঞ্জামসহ বাদ্যযন্ত্র ভাঙচুর, লুট এবং শিল্পী ও কলাকুশলদের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল সাউন্ড, লাইট, ডেকোরেটর ব্যবসায়ী ও শিল্পী কলাকুশলীবৃন্দের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাউন্ড, লাইট ও ডেকোরেটর সমিতির নড়াইল সদর উপজেলার সহ-সভাপতি বিশ্বনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক চয়ন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তফসীর উদ্দিন, কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, শিল্পী সমাজের প্রতিনিধি প্রতুল হাজরা, সদস্য কামরুল ইসলাম, মোঃ লিটন মোল্যা, অলিম হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ আরো বাড়বে। আমরা সমাজের বড় একটা অংশে জুড়ে রয়েছি। আমাদের ছাড়া কোন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সহ কোন অনুষ্ঠানই সফল করা যায় না। তাই সন্ত্রাসীদেরও দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চির করার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে খুলনার গল্লামারি এলাকার সুমন সাউন্ড এবং এর কলাকুশলীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।