রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে জুলাই বিপ্লবে আহত ছাত্রকে বিজিবির অর্থ সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ PM
চাঁপাইনবাবগঞ্জে জুলাই বিপ্লবে আহত কলেজছাত্র আসমাউল হুসনাকে চিকিৎসা ও লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য অর্থ সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদর দপ্তরে তার হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

জুলাই বিপ্লবে ২২ জুলাই সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল শুরু করলে পুলিশ ছাত্রদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এতে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকার ইনজামাম হকের ছেলে কলেজ ছাত্র আসমাউল হুসনার বাম পা ক্ষতিগ্রস্থ হয়। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এখন তিনি ভালোভাবে হাঁটতে পারেন না।

এদিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুর্নবাসন এর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিজিবি’র এই ধরনের সামাজিক কর্মকাণ্ড চলমান থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত