নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিস বিকাবদার কালা মিয়ার সভাপতিত্বে ৩১ দফার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কেন্দ্রীয় বিএনপি সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ।
এতে উপস্থিতি ছিলেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিজয় কনসার্টে গান পরিবেশ করবেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, ইথুন বাবু, মৌসুমী, রানা, অলক সহ অনেক শিল্পীবৃন্দ।