শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
দেশের সব মসজিদে সাদপন্থিদের ‘প্রবেশ নিষিদ্ধ’ চান জুবায়েরপন্থিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ PM
সাদপন্থিদের নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছেন তাবলিগ জামাতের রাজশাহীর জুবায়েরপন্থিরা। সারা দেশের সব মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করারও দাবি তাদের।

বিকাল ৫টায় রাজশাহী নগরীর উপশহর মারকাজ মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো- টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়েরপন্থিদের ওপর হামলাকারী সাদপন্থিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; রাজশাহী মহানগর ও জেলার সব মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা; রাজশাহীর সাদপন্থিদের গ্রেফতার, গত ১৮ ডিসেম্বরের ওই ঘটনার সময় রাজশাহীর যেসব সাদপন্থি ইজতেমা ময়দানে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের দ্রুত গ্রেফতার এবং সারা দেশের মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল্লাহ তালহা। তিনি বলেন, সাদপন্থিদের বর্বরতা দেশ ও বিদেশে ইসলাম এবং শান্তিপ্রিয় মুসলমানদের বিষয়ে ভুল মেসেজ পৌঁছে দিচ্ছে। তাই তাবলিগের নামে এ জাতীয় কার্যকলাপ বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় মুসলিম দেশে কিছুতেই চলতে দেওয়া যায় না। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত