শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২:৪৪ PM
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থান, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবার মতো কাজের জন্য এ ফাউন্ডেশন গঠন করা হয়েছিল।

প্রতিষ্ঠার পর ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে জানানো হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ২২৮ জনকে সহায়তা করেছে ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করেছে। এরমধ্যে ৬৪৮ শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে ৩২ কোটি ৪০ লাখ। আর ১৫৮০ জন আহতকে সহায়তা দেওয়া হয়েছে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত