রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
শ্রীপুরে সাবেক সেনা সদস্যের বাসায় ডাকাতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৩ PM
শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান উদ্দিন সরকারের (৫৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণলংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের ডাকাতির ঘটনা ঘটে। সুলতান উদ্দিন সরকার উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মৃত সফির উদ্দিন সরকারের ছেলে। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

সুলতান উদ্দিন সরকারের ভাতিজা রনি সরকার জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ১০-১৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ডাকাতরা প্রথমেই দোতলায় গিয়ে বাড়ির মালিক সুলতান উদ্দিন সরকারকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ সাড়ে ৫ লাখ টাকা, তিনটি গলার চেইন, পাঁচ জোড়া কানের দুল, একটি এলইডি টেলিভিশন, নিচ তলার ভাড়াটিয়ার হাতের স্বর্ণের বালা, একটি আংটি এবং এক জোড়া কানের দুলসহ মূল্যবান মালামাল লুটে নেয়। 

এসময় বাধা দেয়ায় ডাকাতেরা ভাড়াটিয়াকে মারপিট করে। ডাকাতেরা লুন্ঠিত মালামাল একটি মাইক্রোবাস ও পিকআপযোগে চলে যায়। যাওয়ার সময় তারা কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির শিকার পরিবারের সদস্যদেরকে অভিযোগ দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত