শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
কক্সবাজারে পর্যটকদের জন্য নববর্ষের উপহার 'ভ্রমণিকা'
পর্যটকদের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে : ডিসি
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ PM আপডেট: ৩১.১২.২০২৪ ৮:৪১ PM
দেশে পর্যটন নগরী খ্যাত সমুদ্র শহর কক্সবাজারে প্রতি বছর লাখো পর্যটক ভ্রমণ করেন। তাদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করবার জন্য নতুন একটি উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার জেলাবাসী ও ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য ইংরেজী নববর্ষের উপহার 'ভ্রমণিকা' এ্যাপের যাত্রা শুরু করেছে৷

এ্যাপটিতে কক্সবাজারের দর্শনীয় স্থান, আবহাওয়ার আপডেট, হোটেল, মোটেল-রিসোর্ট, পরিবহণ কাউন্টার, ইভেন্টের তথ্য, জেলা প্রশাসনের পদক্ষেপ, কক্সবাজার সম্পর্কে ধারণা, লকার সার্ভিস, ব্যাংক-এটিম, ড্যাঞ্জার জোন, ট্যুরিস্ট বাস ও কিটকাট চেয়ারসহ নানা তথ্য।

জেলা প্রশাসন বলছে, পর্যটকদের 'Personal Travel Guide' হিসেবে তৈরী হয়েছে 'Vromonika' এ্যাপ। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে 'ভ্রমণিকা' এ্যাপে। বলা চলে একেবারে হাতের মুঠোয় কক্সবাজার। সমুদ্রনগরী ভ্রমনের পরিকল্পনায় প্রথমেই প্রয়োজন আবাসন। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট এর তথ্য এই এখানে সন্নিবেশিত আছে।

একজন পর্যটক কক্সবাজারে যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুজে নিতে পারবেন। পর্যায়ক্রমে সকল হোটেল-মোটেল এর সকল তথ্য যুক্ত করা হচ্ছে। কক্সবাজার ভ্রমনের প্রয়োজনীয় যাতায়াতের।

কক্সবাজার ভ্রমনে এসে পর্যটকগণ কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা একটিভিটি আছে এসব তথ্য পাবেন এই একটি এপেই। প্রতিটি স্পটের দুরত্ব, গুগল ম্যাপ ডিরেকশান ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেয়া আছে পর্যটকদের জন্য।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস  তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই এপে। পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য দেয়া আছে এখানে।

এছাড়া যেকোন জরুরী মুহুর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিষ্ট পুলিশ, ডাক্তার ও বীচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেয়া আছে এই এপে। পাশাপাশি লাইফগার্ড সার্ভিস ও এম্বুলেন্স এর ফোন নম্বরও পাওয়া যাচ্ছে সহজেই। এমনকি এপ থেকে সরাসরি কল করার ব্যবস্থাও আছে।

সৈকত ভ্রমনকালে ঘোড়ায় চড়া, বীচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফীসহ যেকোন সেবা কোথায় কখন পাওয়া যাবে সেসব বিস্তারিত তথ্য আছে এই 'এ্যাপ'এ।

জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, 'জেলা প্রশাসন চেয়েছে এমন একটি এপ সবার হাতে তুলে দিতে যেটি পর্যটকদের জন্য ওয়ান স্টপ সার্ভিস এর দরজা উম্নুক্ত করবে। প্রথম সংস্করনে পর্যটকদের প্রয়োজনীয় সকল তথ্য এতে সন্নিবেশিত হয়েছে। পর্যায়ক্রমে এই এপ থেকেই হোটেল-রেস্টুরেন্ট বা রাইড সহ সকল এক্টিভিটি বুকিং করা যাবে।"

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, জেলা প্রশাসনের পক্ষ হতে 'ভ্রমনিকা' সম্মানিত পর্যটক এবং জেলাবাসীর জন্য নতুন বছরের উপহার হিসেবে তৈরী করেছি। ভ্রমনিকা তৈরীর প্রেরণা দিয়েছেন এ জেলাবাসীরা। নতুন বছরে তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা।  পর্যটকদের সুবিধার্তে এ উদ্যোগ নেয়া হয়েছে।

যেভাবে গুগল প্লে স্টোরে 'Vromonika' নামে এপটি পাওয়া যাচ্ছে। এন্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে এর প্রথম সংস্করন। শীঘ্রই এপটির পূর্নাংগ ভার্সন পাওয়া যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত