শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বাস ড্রাইভার গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৫ PM
শেরপুর সদরে মমান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক চালক মোঃ সুমন (৩৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ৩০ ডিসেম্বর  রাত ৭টা ১০মিনিটের সময় ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। সুমন জামালপুর জেলার ইসলামপুর থানার দিঘীরচর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে।

প্রেস ব্রিফিং র‍্যাব জানায়, গত ২৯ ডিসেম্বর বেলা অনুমান ১১.১৫ ঘটিকার সময় শেরপুর জেলার সদরের  ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়। সিএনজি গাড়ী রেজি নং- ময়মনসিংহ-ত-১১-৩৯৫০ শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সামনে পৌছামাত্রই বিপরীত দিক হতে আসা ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস যার রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২ এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে ০৬ জন মৃত্যুবরণ করেন। সে সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়। 

এ ঘটনায় নিহত সিএনজি চালক এর ছেলে মোঃ জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৪।  ঘটনার পর র‍্যাব-১৪  ও র‍্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর  রাত ১৯.১০ ঘটিকায় রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ০৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মোঃ সুমন কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ধৃত আসামীকে শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত