শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
খুবির কেন্দ্রীয় শহিদ মিনারে অফিসার্স কল্যাণ পরিষদের শ্রদ্ধাঞ্জলি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এডহক কমিটির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের পদ-পরিচিতি তুলে ধরেন। 

এ সময় উপাচার্য ও উপ-উপাচার্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কর্মকর্তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ এস এম আব্দুল্লাহ শাহানুর কবির অয়ন এবং নির্বাহী সদস্য শেখ শারাফাত আলী, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ জাবেদ এলাহী, এস এম জাকির হোসেন, এস এম শাকিল রহমান, সৈয়দ মিজানুর রহমান, মোঃ শামীম ই জামান, শেখ আব্দুল্লাহ, এস এম মনিরুজ্জামান, এস আতিকুর রহমান, মোঃ আব্দুর রব, সাহারা বানু, মাওলানা গুলজার হোসেন, মোঃ ইকবাল হোসেন, মিজানুর রহমান খান মুকুল, শেখ কামরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, শেখ আফছার উদ্দিন, মোঃ রবিউল ইসলাম, শেখ আকতার হোসেন, মোঃ জসিমউদ্দিন ও লায়লা রুমঝুম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত