সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৭ মাঘ ১৪৩১
সোমবার ২০ জানুয়ারি ২০২৫
থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ২:৪৮ PM
নারায়ণগঞ্জের ফতুল্লার বউবাজার এলাকায় থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে পূর্ব শত্রুতার জেরে মো. হৃদয় (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সানী (২০) ও হামিম (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছে।

পরে রাত সোয়া ২টার গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হৃদয় নামের যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বউবাজার এলাকার মো. হাবিবের ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের বন্ধু সাব্বির জানান, গত রাত সোয়া ১২টার দিকে নিজেদের এলাকায় আমরা কয়েকজন বন্ধু থার্টিফার্স্ট নাইট পালন করছিলাম। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে আমাদেরকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে হৃদয়সহ আমাদের তিন বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান হৃদয় আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে  নারায়ণগঞ্জ থেকে রক্তাক্ত জখম অবস্থায় তিন যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-পরীক্ষা শেষে হৃদয় নামে তাদের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত