আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বড় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে চাটখিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বর্তমান ছাত্রদল নেতা আজাদ, আরিফ, রাকিব, অশ্রু, সৌরভ, কাজী মহসিন, পারভেজ, ফরিদ এবং সাবেক ছাত্রদল নেতা এস.আর শাকিল, রিগান, রুবেল, জাকির, জাহাঙ্গীর খান, সাইফুল, শওকত প্রমূখের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে চাটখিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজিজ সুপার মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বেলায়ের হোসনে দ্বীপুসহ পৌরসভা ও ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।