ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ও ট্রাকের চালক সহ বাসের হেলপার দুইজন নিহত ও তিন জন আহত হয়েছে।
বুধবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে কুয়াশার কারনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হল- ট্রাক চালক নুর আলমের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী ছেলে ও বাসের হেলপার কাদের মিয়া। সে ঝিনাইদহ জেলার সদর তেতুলবাড়িয়া গ্রামের মোঃ মফিজুল মিয়ার ছেলে ।
শিবচর হাইওয়ে থানার এস আই তমাল সরকার জানান, বুধবার ভোরে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সাথে ও বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাস হেপ্লার কাদের মিয়া( ২২) গুরুতর আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।