রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় বস্তিতে সন্ত্রাসীদের হামলা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:৩৬ PM
ছিনতাইয়ে বাধাঁ দেওয়ায় শিল্প নগরী টঙ্গীর কেরানিরটেক বস্তিতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় এই হামলা চালায় সন্ত্রাসীরা। 

এসময় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবী আমতলী ও টঙ্গী রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীদের বাঁধা দেওয়ায় পরিকল্পিত ভাবে এই হামলা করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সুত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির কয়েকজন যুবক আমতলী ও রেলস্টেশন এলাকায় প্রতিনিয়ত ছিনতাই করছে। স্থানীয়রা তাদের বাঁধা দিলে ব্যাংকের মাঠের রনির নেতৃত্বে বুইদ্দা সাকিল, কাইল্লা সাকিল, জিসান, রনি ওরফে ছোট রনি, চোর আক্তার, জয়সহ একদল সন্ত্রাসী মঙ্গলবার দিবাগত মধ্য রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কেরানিরটেক বস্তিতে দফায় দফায় হামলা চালায়। 

এ সময় সন্ত্রাসীরা বস্তির দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট করে এবং বাসা বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভাংচুর চালায়। পরে টিনশেড ঘরগুলোতে কুপিয়ে তছনছ করে দুইটি মোটর সাইকেল ভাংচুর করে তারা। সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে আহত হন স্থানীয় দোকানী আমির ও গরু খামারের কর্মচারী সালাউদ্দিনসহ বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বস্তিতে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত