বৈধ এডহক কমিটি থাকা অবস্থায় জোরপূর্বক অবৈধভাবে আরেকটি এডহক কমিটি গঠন করে সংগঠন দখল চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করেছেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্যরা।
বুধবার (১ জানুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও সেনা কর্মকর্তাদের কাছে স্মারকলিপি, গণ স্বাক্ষর হস্তান্তর করেন তারা।
এ সময় সদস্যরা বলেন, গত ১৫ বছর সংগঠনটি শেখ পরিবারের দখলে ছিল। সাধারণ সদস্যরা এখন ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে চায়। কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি এবং ছাত্রদের ব্যবহার করে আওয়ামী লীগের দোসররা সংগঠনটি দখল করার চেষ্টা করছে। যা শহীদদের রক্তের সঙ্গে বেইমানী।
তারা আরও বলেন, অবৈধভাবে গঠিত কমিটি মেনে নিতে সদস্যদের নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। হয়রানীমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সদস্য হাফিজুল ইসলাম চন্দন, ওমর ফারুক মিঠু, মফিজুর রহমান, আসিফ মঈন, জহিরুল ইসলাম, কাজি ফেরদৌস, ওসমান গনি, মোস্তফা জেসান ভুট্টো, শাহাদাৎ হোসেন প্রমুখ।