প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথমদিনেই পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে। এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে নতুন বই দেয়া যায়নি সব শিক্ষার্থীর হাতে। বিপুল পরিমাণ বই ঘাটতি নিয়েই এবার শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানিয়েছে, প্রাথমিকে এ বছর বইয়ের চাহিদা প্রায় ৯ লাখ। এরইমধ্যে চাহিদার ৮০ শতাংশ বই পাওয়া গেছে। উপজেলাগুলোতে পৌঁছে গেছে ৭ লাখের মতো বই। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই আসেনি।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদে সকাল ১১টায় সদর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২৫ সালের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিয়ে “বই উৎসব-২০২৫” উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. রজব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফা’র উপপরিচালক মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলান মো. মুখতার আলি। এসময় ফিল্ড অফিসার মো. গোলাম কিবরিয়াসহ ইফা’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।