রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
খুলনায় নানা আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ PM
নানা আয়োজনে খুলনায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যেছিল র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা।

বুধবার দুপুরে দলের জেলা শাখার আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ডাকবাংলো মোড়ের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফেরিঘাট মোড় দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়। 

এরপর দলীয় কার্যালেয়ে কেক কাটেন দলের নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলার সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট অচিন্ত্য কুমার দাস, মোস্তফা শফিকুল ইসলাম ও মো. ফরহাদ আহম্মেদ এবং জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট লুৎফর রহমান। সভা পরিচালনা করেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় নেতারা বলেন, জাতীয় পাির্টর নয় বছরের শাসনামলে দলের প্রতিষ্ঠাতা হুসাইন মোহম্মদ এরশাদ দেশের যে উন্নয়ন করেছেন; যা পরবর্তীতে আর কেউ করতে পারেনি। শুধু তাই নয় যারা উন্নয়ন করেছেন তারা সেই উন্নয়নের শুধুমাত্র ধারাবাহিকতা রক্ষা করেছেন। 

নেতারা আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যর্থনে  দেশের পট পরিবর্তন হয়েছে। তাই জাতীয় পার্টি আগামীতে সকলকে সঙ্গে নিয়ে শোষণ ও দারিদ্র মুক্ত দেশ গঠন করতে চায়। নেতারা আরও বলেন, জাতীয় পার্টি গণমানুষের দল, তাই আমাদের কারো সঙ্গে কোন বিভেদ নেই। এদেশের সকল ধর্মের মানুষকে নিয়ে জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে যেতে চায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত