রবিবার ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
শ্বশুরবাড়ি যাওয়ায় পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৮:২৫ PM আপডেট: ০১.০১.২০২৫ ৯:৩০ PM
নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সত্তার মেলেটারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন। নাসির হাওলাদার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন। তিনি ওই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, নাসির যুবদলের কর্মী ছিলেন। আজ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ নাসির শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের গতি রোধ করে ৮-১০ জনের একটি গ্রুপ নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। 

অভিযুক্ত রাব্বি মাহবুব হোসেনের ছেলে এবং হাসান ফরিদ গাজীর ছেলে। এদের বাড়ি উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার দুই পায়ের রগ কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সঙ্গে হাসানের বিরোধ হয়। এ নিয়ে বুধবার সকালে স্থানীয়রা সালিস বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। এতে হাসান সন্তুষ্ট না হওয়ায় রাব্বিসহ ৮ থেকে ১০ জন নাসিরকে কুপিয়ে হত্যা করে। ইতিমধ্যে অভিযুক্ত রাব্বির বাবা মাহবুবকে পুলিশ আটক করেছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত